শায়েস্তাগঞ্জ উপজেলায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৭, ২০২১
০৭:০২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২১
০৭:১৯ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জ উপজেলায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন

সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে  গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার(৭ আগষ্ট)  সকাল সাড়ে নয়টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম।

একই সাথে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন এর পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গণটিকা কার্যক্রম শুরু হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলার দুটি কেন্দ্রে আজ প্রাথমিকভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত ১২০০ জনকে এই গণটিকা দেয়া হবে।

পরবর্তীতে আগামী ১৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনার আলোকেই গণটিকা কার্যক্রম পরিচালিত হবে।

গণটিকা কার্যক্রমের ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মিনহাজুল ইসলাম জানান, এই কার্যক্রমটি সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এটিই যথাযথভাবে পালন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৪ তারিখ থেকে এই কার্যক্রম চলবে এবং সেই কার্যক্রমের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে উপজেলাকে ঢেলে সাজানো হবে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য।

তিনি আরো জানান, আজ দুপুরে স্থানীয় সাংসদ এডভোকেট মো. আবু জাহির এই কার্যক্রম পরিদর্শন করবেন ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটার কার্ড সাথে করে নিয়ে আসা সাধারণ মানুষজনের দুর্বল নেটওয়ার্ক এর কারণে রেজিষ্ট্রেশন করতে দেরি হচ্ছে। তবে টিকা নেয়ার জন্য মানুষজনের লম্বা লাইন ও  তুমুল আগ্রহ দেখা গেছে।

টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে ৬ টি বুথে যুক্ত আছেন টিকাদানকারী  ৬ জন এবং স্বেচ্ছাসেবক হিসেবে ৯ জন  সাথে আছেন আনসার  এবং স্থানীয় পুলিশ প্রশাসন।

এস ডি/বি এন-০৪