মধ্যনগরে প্রশাসনের মতবিনিময় সভা

ধর্মপাশা প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
১২:৩২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
১২:৩২ পূর্বাহ্ন



মধ্যনগরে প্রশাসনের মতবিনিময় সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ জুলাই নিকার ১১৭তম সভায় মধ্যনগর থানাকে উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় নতুন উপজেলার অস্থায়ী কার্যালয়ের স্থান নির্ধারণসহ  মধ্যনগর উপজেলা সংক্রান্ত যাবতীয় বিষয়াদি নিয়ে শনিবার (৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে ধর্মপাশা উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন। মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর বিপি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী, মধ্যনগর থানার ওসি নির্মল দেব, মধ্যনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী প্রমুখ।


এসএ/আরআর-০৮