ছাতকে টিকা নিলেন ৮ হাজার মানুষ

ছাতক প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন



ছাতকে টিকা নিলেন ৮ হাজার মানুষ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে ১৩টি ইউনিয়নে এ গণটিকা কার্যক্রম শুরু করা হয়।

প্রথম দিনে প্রতি ইউনিয়নে ৬০০ জনকে করোনার টিকা প্রদানের ব্যবস্থা করা হলেও কিছু কেন্দ্রে এর কিছুটা ব্যতিক্রম ঘটেছে বলে জানা গেছে। উপজেলার সব কেন্দ্র মিলে ৮ হাজার ১৮৩ জন টিকা গ্রহণ করেছেন। 

দিনব্যাপী ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ছাতক উপজেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে প্রায় সকল কেন্দ্রেই সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, ছাতকে টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবেই পরিচালিত হয়েছে। ১৩টি কেন্দ্র ছাড়াও ছাতক সিমেন্ট কারখানা হাসপাতালে ২০০ জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে।


এমএ/আরআর-১৪