খেলা ডেস্ক
আগস্ট ০৮, ২০২১
০৪:৫৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২১
০৫:০৩ পূর্বাহ্ন
টোকিও অলিম্পিকের শুরু থেকে আগের দিন পর্যন্ত স্বাগতিক জাপান ও চীন পদক তালিকার শীর্ষ স্থান দখলে রাখে। কিন্তু শেষ দিনে সবাইকে পিছনে ফেলে পদক জয়ে শীর্ষ থেকে টোকিও অলিম্পিকের মধুর সমাপ্তি টানছে যুক্তরাষ্ট্র। শেষ দিনে যে চীন শীর্ষ স্থান হারাবে এমন পরিস্থিতি আগের দিনেই তৈরী করে রেখেছিল যুক্তরাষ্ট্র। শেষ দিন যুক্তরাষ্ট্রের চারটি ইভেন্টের স্বর্ণ জয়ের লড়াইয়ে থাকার বিপরীতে চীন মাত্র একটি ইভেন্টে ছিল স্বর্ণের লড়াইয়ে।
এর মধ্যে যুক্তরাষ্ট্র বাস্কেটবল, ভলিবলসহ ৩টি স্বর্ণ জিতে। আর স্বর্ণের লড়াইয়ে থাকা চীন হেরে যায় প্রতিপক্ষের কাছে। ফলে ৩৯টি স্বর্ণ নিয়ে পদক তালিকায় শীর্ষ উঠে আসে যুক্তরাষ্ট্র। চীন নেমে যায় দ্বিতীয় স্থানে।
আজ স্বাগতিক জাপানকে হারিয়ে টানা সপ্তমবারের মতো অলিম্পিকে মেয়েদের বাস্কেটবল ইভেন্টে স্বর্ণ জিতে যুক্তরাষ্ট্র। ভলিবলে যুক্তরাষ্ট্র ৩-০ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে স্বর্ণ জিতে।
টোকিও অলিম্পিকে ৯৩টি দেশ পদক জয়ের স্বাদ পেয়েছে। এর মধ্যে অন্তত একটি স্বর্ণ পদক জেতা দেশের সংখ্যা ৬৫টি।
এএন/০৪