দ.সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক, ৩ গরু উদ্ধার

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
০৪:১৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
০৪:১৮ অপরাহ্ন



দ.সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক, ৩ গরু উদ্ধার

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজি গাড়ী সহ ৫ ডাকাতকে ডাকাতির প্রস্তুতি কালে আটক করেছে পুলিশ।  

এসময় ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও তিনটি গরু উদ্ধার করেছে পুলিশ।   

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ আগষ্ট) ভোর ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদীর হোসেনের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক মো. আলা উদ্দিন, দেবাশীস সূত্রধর, সহকারি পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স সহ একটি পুলিশের একটি দল আক্তাপাড়া মিনা বাজার এলাকায় অবস্থান করেন। 

তখন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৩টায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ডাবর পয়েন্ট এলাকায় প্রাণি স¤পদ অফিসারে সামনে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাতকে আটক করেন। 

এ সময় ডাকাতদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান (সিলেট-ন-১১-০৯৩৪), একটি সিএনজি গাড়ী(নাম্বার বিহীন) ও পিকআপ বোঝাই চোরাই ৩টি গরু সহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। 

অভিযানে আটককৃত ডাকাতরা হলো, সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর গ্রামের মৌলানা বুরহান উদ্দিনের ছেলে আবু হানিফ প্রকাশ সুহেল (৪০), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পিঠাপই গ্রামের মৃত রিয়াছত আলীর ছেলে নুর মিয়া (৪০), ছাতক উপজেলার ভল্লবপুর গ্রামের আসকর আলীর ছেলে ওয়াসিম উদ্দিন প্রকাশ হেলাল (৩৫),সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হকের ছেলে নেছার আহমদ (৩১), ছাতক উপজেলার জাতুয়া গ্রোমের মৃত আব্দুল ছত্তারের ছেলে আব্দুল খালিক (৪০)।  

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৭ ডাকাত পালিয়ে যায়। 

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ডাকাতরা গরু চোর দলের সক্রিয় ডাকাত দলের সদস্য।  আটককৃতদের বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতি, হত্যা মামলা রয়েছে।  তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আলাদা আলাদা ভাবে চুরি ও  ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এস টি/বি এন-০৭