বঙ্গমাতার জন্মদিনে শায়েস্তাগঞ্জে সেলাই মেশিন বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
১০:৪২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
১০:৪২ পূর্বাহ্ন



বঙ্গমাতার জন্মদিনে শায়েস্তাগঞ্জে সেলাই মেশিন বিতরণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সেলাই মেশিন বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে স্থানীয় দরিদ্র ও কর্ম সৃজনী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এসডি/আরআর-০২