জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ০৮, ২০২১
১১:০৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২১
১১:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদেশি রিভলবারসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাকে রবিবার (৮ আগস্ট) সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেটের একটি ইউনিট জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বড়খার মশর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে গতকাল শনিবার (৭ আগস্ট) রাতে হাসপাতাল পয়েন্ট থেকে আটক করে। এ সময় তার নিকট থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করে র্যাব। পরে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।
এএ/আরআর-০৩