শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৯, ২০২১
০৯:১৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২১
০৯:১৮ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা যায়, সোমবার (৯ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নুরপুর ইউনিয়নের আলগাপুর গ্রামে শায়েস্তাগঞ্জ খানার  এসআই স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মো. কাওছার মিয়া (২৬) কে গ্রেপ্তার করে। 

এসময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কাওছার  উপজেলার নুরপুর ইউনিয়নের আলগাপুর গ্রামের মো. আছব আলীর ছেলে। 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,  গ্রেপ্তারকৃত যুবককের বিরুদ্ধে  মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এস ডি/বি এন-০7