ধর্মপাশা প্রতিনিধি
আগস্ট ১১, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা ও উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসনা আক্তার (২৭) লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তার লাশ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
হাসনা আক্তার ধর্মপাশা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সায়েমের স্ত্রী। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এসএ/আরআর-০৮