ধর্মপাশা প্রতিনিধি
আগস্ট ১১, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় করোনাকালীন সময়ে আর্থিক সংকটে থাকা কর্মহীন ৪টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, লবণ, পেঁয়াজ ও সয়াবিন তেল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান ৪টি পরিবারের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মধ্যনগর থানা শাখার সম্পাদক আব্দুল আউয়াল মজুমদার, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী (নাজির) আবুল হাসান প্রমুখ।
এসএ/আরআর-১০