জগন্নাথপুর থানায় ফায়ার সার্ভিসের মহড়া

জগন্নাথপুর প্রতিনিধি


আগস্ট ১১, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন



জগন্নাথপুর থানায় ফায়ার সার্ভিসের মহড়া

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবছরের মতো এবারও অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) বেলা ১টায় জগন্নাথপুর থানা প্রাঙ্গণে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় জরুরি অবস্থায় কোথায়, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তার উপরে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে বাসা-বাড়ি, অফিস ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়, এ বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণসহ নানা বিষয়ে মহড়ায় অংশ নেওয়া জগন্নাথপুর থানার পুলিশকে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মহড়ায় থানার পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আল-মাসুদ, থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান, মির্জা শাফায়েত হোসেনসহ থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।


এএ/আরআর-০৫