শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১১, ২০২১
০১:৫০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
০১:৫০ অপরাহ্ন
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ কমাতে টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে সারা দেশের মতো শায়েস্তাগঞ্জেও ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকাল থেকে শতভাগ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়েছে ট্রেন। সারাদিন মুখর ছিল শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকা।
জানা যায়, ঈদুল আজহার আগে মোট ৭ দিন ট্রেন চালু ছিল। পরবর্তীতে আবারও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। লকডাউন শিথিল ঘোষণার পরে নতুন ঘোষণা অনুযায়ী গত ৯ আগস্ট থেকে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ স্টেশনের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করেছেন যাত্রীরা। বর্তমান নিয়ম অনুযায়ী স্বাভাবিক ভাড়ায় এবং শতভাগ যাত্রী নিয়েই ট্রেন যাত্রা শুরু করেছে। তবে স্ট্যান্ডিং টিকিট পুরোপুরি বন্ধ ছিল।
বুধবার পারাবত ট্রেন ঢাকা থেকে ছেড়ে এসে শায়েস্তাগঞ্জে পৌঁছায় সকাল ৯টা ৫০ মিনিটে। পরে শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হয় ট্রেনটি। এছাড়া সিলেট থেকে শায়েস্তাগঞ্জ হয়ে পাহাড়িকা ট্রেন চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। এই পাহাড়িকা ট্রেনটি আবার রাতে উদয়ন নাম নিয়ে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হবে। শায়েস্তাগঞ্জ থেকে জয়ন্তিকা আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। তবে কালনি ট্রেন এখনও বন্ধ রয়েছে। শায়েস্তাগঞ্জ থেকে সর্বশেষ ট্রেন উপবন রাত ৩টায় ঢাকার উদ্দেশে ছাড়ার কথা রয়েছে।
দীর্ঘদিন পরে ট্রেন চালু হওয়ায় যাত্রীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। সেই সঙ্গে স্টেশনের প্লাটফর্ম ছিল হকারদের কলকাকলিতে মুখর। এ যেন প্রাণ ফিরে পেয়েছে স্টেশন।
তবে অনেকেই অনলাইনে সার্ভার জটিলতার কারণে টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌরিদাশ পলাশ জানান, স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশন ধুয়ে-মুছে প্রস্তুত করা হয়েছে, জীবাণুনাশক দিয়ে ট্রেনের ভেতর পরিষ্কার করা হয়েছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করব।
এসডি/আরআর-১২