করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সফলতার সঙ্গে কাজ করছে : পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর প্রতিনিধি


আগস্ট ১২, ২০২১
০৫:২৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২১
০৫:২৪ অপরাহ্ন



করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সফলতার সঙ্গে কাজ করছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি সফলতার সহিত মোকাবিলা করে যাচ্ছে। আমরা আশা করি আগামী ১৫ দিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  হাওর এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর  অঞ্চলকে উন্নয়নের  কাজ করছি। এসব উন্নয়নমুলক কাজ দেখে সুনানগঞ্জের একটি মহল নানা অপপ্রচার শুরু করেছেন। সুনামগঞ্জের উন্নয়নের বিরুদ্ধে তাদের এমন অপপ্রচারে আমি ব্যথিত।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) জগন্নাথপুর উপজেলায়  কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও  টেক্টটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্হাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন।

পরে পরিকল্পনা মন্ত্রী  ২ কোটি ১৩ লক্ষ ৭৭ হাজার ১৭৩ টাকা ব্যয়ে কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও ৫০ লাখ  ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধন করেন।

পরে তিনি জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

জগন্নাথপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে  এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ,  আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ,  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুর রব সরকার  প্রমুখ।

এ এ/বি এন-০৬