শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২১
১২:০৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২১
১২:০৬ অপরাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ প্রধান কার্যালয়ে অসহায়, হতদরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষে হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ রুরাল ইলেকট্রিসিটি বোর্ড (BREB) এর উদ্যোগে ১ হাজার ২৫০ জনের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল ১ কেজি লবণ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন, এজিএম ক্লিনটন তালুকদার, ইসি মোহাম্মদ হানিফ মিয়া, এ এম হুমায়ুন রশীদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।
এসডি/আরআর-০৬