হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির খাদ্যসামগ্রী বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৩, ২০২১
১২:০৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২১
১২:০৬ অপরাহ্ন



হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। 

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ প্রধান কার্যালয়ে অসহায়, হতদরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষে হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ রুরাল ইলেকট্রিসিটি বোর্ড (BREB) এর উদ্যোগে ১ হাজার ২৫০ জনের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল ১ কেজি লবণ দেওয়া হয়।

এ সময়  উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন, এজিএম  ক্লিনটন তালুকদার, ইসি মোহাম্মদ হানিফ মিয়া, এ এম হুমায়ুন রশীদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।


এসডি/আরআর-০৬