ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৪, ২০২১
০৫:১৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৫:৫৯ পূর্বাহ্ন



ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ

ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে গ্যাসবাহী একটি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের অলিপুর দরবারে নুরানী শরীফ ট্রাক টার্মিনালের পাশে ঢাকাগামী প্রাইভেট কার ও সিলেট থেকে আগত ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-২৫৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গ্যাসবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে গিয়ে পড়ে যায়। এতে দুইজন  আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এক্সেবেটর দিয়ে ট্রাক উদ্ধারের কার্যক্রম চলছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ট্রাক ও কারের হালকা ধাক্কা লেগেছে, দুর্ঘটনায় তেমন কেউ গুরুতর আহত হননি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএইচডি/আরসি-০৬