পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে ছাতকের নিম্নাঞ্চল প্লাবিত

ছাতক প্রতিনিধি


আগস্ট ১৪, ২০২১
০৫:৫৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৬:১১ অপরাহ্ন



পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে ছাতকের নিম্নাঞ্চল প্লাবিত

ফাইল ছবি

পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে।

শনিবার বিকাল ৫টা পর্যন্ত ছাতকের সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

পাহাড়ি নদী পিয়াইন, চেলা, সোনা নদী ও বটেরখাল, বোকা নদীসহ বিভিন্ন নদনদীর পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলার ইসলামপুর, নোয়ারাই, কালারুকা, ছৈলা আফজালাবাদ, ছাতক সদর, চরমহল্লা, সিংচাপইড়, জাউয়াবাজার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে কয়েক হাজার একর রোপা আমন ধান ও বীজতলা তলিয়ে গেছে।

ইসলামপুর ইউনিয়নের আব্দুল জব্বার খোকন জানান, সোনাই নদীর উপর ২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত রাবারড্রামের উভর পাড়ে প্রায় ৩কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে বন্যার পানিতে প্রায় ৫হাজার একর রোপা আমন ও বীজতলা তলিয়ে গেছে।

বিশেষত উভয় পাড়ের ছনবাড়ী, বৈশাকান্দি, ইছামতী, নোয়াকোট, বাহাদুরপুর, গাংপাড়, নিজগাওঁ, রতনপুর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মুষলধারে বৃষ্টিতে বার্জ, কার্গো, বাল্কহেড নৌকায় পাথর, বালু লোডিং আনলোডিং বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

এম এ/বি এন-০৭