নবীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২১
০৩:১১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৩:১১ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে শনিবার (১৪ আগস্ট) পরিবহন চালকদের বিরুদ্ধে ৯টি মামলা ও ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে নবীগঞ্জ-শেরপুর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।
শনিবার বিকেলে সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়কারী ও স্বাস্থ্যবিধি অমান্যকারী চালকদের দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ধারা ও সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ৯টি মামলা দেওয়া হয় এবং মোট ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
এএম/আরআর-০৮