শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২১
০৩:১৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৩:১৮ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ পৌরসভার একটি ওয়ার্কশপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার রেনু মিয়ার ছেলে ফরিদ আহমেদ (৩১), একই উপজেলার চরনুর আহমদ গ্রামের রমিজ আলীর ছেলে জুয়েল মিয়া (২৬), দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুল মন্নান (৬০), একই এলাকার টেনু মিয়ার ছেলে কবির মিয়া (৩০), মোস্তফা আলীর ছেলে শফিকুল ইসলাম স্বপন (২৪), আওয়াল মিয়ার ছেলে লিপু মিয়া (৩২), বিরামচর গ্রামের মালু মিয়ার ছেলে আব্দাল মিয়া (২৭), একই গ্রামের আব্দুল মালেকের ছেলে সুজন মিয়া (৩০), আব্দুল মন্নানের ছেলে সুমন মিয়া (২৯), আতিকুল্লাহ মিয়ার ছেলে মাহফুজ মিয়া (২৯), নুরপুর ইউনিয়নের নছরতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক (৩০), হবিগঞ্জ সদর উপজেলার যাত্রা বড়বাড়ি মিরাজ মিয়ার ছেলে জবরু মিয়া (৩০) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে জামাল মিয়া (৩২)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব শনিবার (১৪ আগস্ট) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এসডি/আরআর-০৯