নবীগঞ্জে মুক্তিযোদ্ধা রুক্ষিনী মোহন দাশের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৫, ২০২১
০৮:৫৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৯:০২ পূর্বাহ্ন



নবীগঞ্জে মুক্তিযোদ্ধা রুক্ষিনী মোহন দাশের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত সহকারী কমান্ডার, নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রুক্ষিনী মোহন দাশ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৭ দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ আগস্ট) দিবাগত  রাত ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্র সন্তান, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

রবিবার (১৫ আগষ্ট) সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

জাতির এই সূর্য সন্তানের মৃত্যুতে মুক্তিযুদ্ধাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে । তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কানাডা প্রবাসী দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) সুরঞ্জন দাস। 

এ এইচ/বি এন-১৬