তাহিরপুর প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২১
১১:৫২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
১১:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে যথাযথ ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং উপজেলা প্রশাসনের উদ্যেগে পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে।
এদিকে, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
এএইচ/আরআর-০৪