শায়েস্তাগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি


আগস্ট ১৬, ২০২১
০৪:৩৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
১০:৫৫ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

আজ সোমবার( ১৬ আগষ্ট) সকাল সাড়ে ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ  উপজেলার নছরতপুর গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শ্রী বাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর পুত্র স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পান্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী।

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী  সিএনজিচালিত অটোরিকশা (হবিগঞ্জ -থ - ১১- ৫৬৩০) নছরতপুর নামক স্থানে পৌছলে বিপরীতি দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে (চট্রমোট্রো -ট -১১৪৫৯৩) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে অটোরিকশার চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে দুইজন মহিলা ও চারজন পুরুষ। 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল  ইসলাম।

এসএইচআরডি-০১/ এএফ-০১