মাধবপুরে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

হবিগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৬, ২০২১
১১:২১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
১১:২১ পূর্বাহ্ন



মাধবপুরে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

হবিগঞ্জের মাধবপুর থেকে ভুয়া ৩ জন ডিবি পুলিশকে আটক করেছে মনতলা ফাঁড়ির পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২ হাজার টাকা, একটি ওয়াকিটকি, ডিবি পুলিশের দুটি জ্যাকেট, একটি হ্যান্ডকাপ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে মাধবপুর উপজেলার মনতলা রেলক্রসিংয়ের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- শরীয়তপুর জেলার ফালং থানার পূর্ব পাশাবু গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. জহির মিয়া (৪৫), চাঁদপুর জেলার মদনা গ্রামের মৃত মিনাগাজীর ছেলে মিন্টু মিয়া (৪০) ও মাদারীপুর জেলার কালকিনি থানার রামাজুল গ্রামের মৃত জয়নাল মৃধার ছেলে মো. মিজান (২৬)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুপুরে মনতলা রেলক্রসিংয়ে মনতলা ফাঁড়ির পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২ হাজার টাকা, একটি ওয়াকিটকি, পুলিশের দুই সেট পোশাক, একটি হ্যান্ডকাপ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


এসআর/আরআর-০৪