খেলা ডেস্ক
আগস্ট ১৮, ২০২১
০১:১৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২১
০১:১৭ অপরাহ্ন
টোকিও অলিম্পিকে পোলান্ডের মারিয়া অ্যান্দ্রেজিকের জেতা পদকটি এক অসুস্থ শিশুর জন্য বিক্রি করে দিলেন। কদিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোল মিলোসজেক নামের শিশুর অসুস্থতা সম্পর্কে জানতে পারেন। শিশুটির শারীরিক অবস্থা জেনে মারিয়া অ্যান্দ্রেজিক শিশুটির পাশে দাঁড়িয়েছেন।
৮ মাসের ওই শিশুটির চিকিৎসার জন্য নিজের একমাত্র অলিম্পিক পদক বিক্রি করে দিলেন জ্যাভেলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রেজিক। এবারের টোকিও অলিম্পিকে মেয়েদের জ্যাভেলিন থ্রোয়ে রৌপ্যপদক জিতেছিলেন তিনি। সেটি নিলামে তুলে মিলোসজেকের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করেন তিনি।
পদকটি নিলামে ২ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ওই শিশুটির অস্ত্রোপচারে গোটা অর্থ খরচ করা হবে।
এমন কঠিন সময় আন্দ্রেজিকের জীবনেও এসেছিল। ২০১৮ সালে হাড়ের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। তার জীবন থেমে যেতে পারত সেখানেই। নিজের সেই অবস্থার কথা মনে করেই হয়তো মানবতার কাজে অলিম্পিক পদকটি বিক্রি করে দিয়েছেন আন্দ্রেজিক।
এএন/০৭