মাধবপুরে গাঁজা ও মোটরসাইকেলসহ আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৯, ২০২১
১১:৫২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২১
১১:৫২ পূর্বাহ্ন



মাধবপুরে গাঁজা ও মোটরসাইকেলসহ আটক ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন থেকে জামাল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে তাকে আটক করা হয়। আটককৃত জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া এলাকার হিরা মিয়ার ছেলে।

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ জানান, ৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই দিনে একটি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এসআর/আরআর-০৫