বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ সুনামগঞ্জের সভাপতি শামীম, সম্পাদক অসীম

সুনামগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২০, ২০২১
১২:২০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২১
১২:২০ পূর্বাহ্ন



বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ সুনামগঞ্জের সভাপতি শামীম, সম্পাদক অসীম

'জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ' স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে বুধবার (১৮ আগস্ট) রাত ৯টায় এক জুম মিটিং অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজুর পরিচালনায় বক্তব্য দেন লেখক ও সাংবাদিক আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ও পরিচালক শামস শামীম, মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি অজয় রায়, অজিৎ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অসীম সরকার, বসন্ত বিশ্বাস পাঠাগারের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাস, চাঁদের হাট পাঠাগারের প্রতিষ্ঠাতা শাকিল আহমেদ মুন, কেন্দ্রীয় হাওর সাহিত্য পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক জীবন কৃষ্ণ সরকার প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ও পরিচালক শামস শামীমকে সভাপতি, মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি অজয় রায় ও মেঠোসুরের সম্পাদক বিমান তালুকদারকে সহ-সভাপতি, অজিৎ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অসীম সরকারকে সাধারণ সম্পাদক, বসন্ত বিশ্বাস পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক, চাঁদের হাট পাঠাগারের প্রতিষ্ঠাতা শাকিল আহমেদ মুনকে দপ্তর সম্পাদক এবং কেন্দ্রীয় হাওর সাহিত্য পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক জীবন কৃষ্ণ সরকারকে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করে সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এ ব্যাপারে সুধীমহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


এএম/আরআর-০৮