আর্থিক সহায়তা পেলেন বাউল মকদ্দস আলম উদাসী

সুনামগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৯, ২০২১
০৮:২৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২১
০৮:২৯ অপরাহ্ন



আর্থিক সহায়তা পেলেন বাউল মকদ্দস আলম উদাসী

চার হাজারের অধিক গানের রচয়িতা ও সুরকার বাউল মকদ্দস আলম উদাসীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে সুনামগঞ্জের জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয় তাঁর হাতে। জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এ সহায়তা তুলে দেন।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক কবি মোহাম্মদ জাকির হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামস্ শামীম ও সাংবাদিক সাইদুর রহমান আসাদ উপস্থিত ছিলেন। 


এএম/আরআর-০৯