ধর্মপাশায় বিদ্যালয়ে ২২ জোড়া বেঞ্চ ও শিক্ষাতরী হস্তান্তর

ধর্মপাশা প্রতিনিধি


আগস্ট ২১, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন



ধর্মপাশায় বিদ্যালয়ে ২২ জোড়া বেঞ্চ ও শিক্ষাতরী হস্তান্তর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন মধ্যনগর ইউনিয়নের গলহা উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ২২ জোড়া বেঞ্চ ও একটি শিক্ষাতরী (শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা) হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার ওই বিদ্যালয়ের ম্যানেজিং  কমিটির সভাপতি এম এ মান্নান ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল হকের কাছে এসব হস্তান্তর করেন।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর ইউনিয়ন পরিষদের সচিব রুহুল আমিন, ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

একই দিন দুপুর ১২টার দিকে মধ্যনগর ইউনিয়নের গলহা কমিউনিটি ক্লিনিকে টেবিল, চেয়ার ও করোনাভাইরাসের সংক্রমণরোধে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়। গত অর্থবছরে মধ্যনগর ইউনিয়নের এলজিএসপি-৩ এর অর্থ বরাদ্দ থেকে এসব সামগ্রী ক্রয় করা হয়েছে।


এসএ/আরআর-০৬