বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর নিম্বর আলীর মৃত্যুবার্ষিকী আজ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২১, ২০২১
১২:৪২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২১
১২:৪২ অপরাহ্ন



বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর নিম্বর আলীর মৃত্যুবার্ষিকী আজ

আজ শনিবার (২১ আগস্ট) বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক নিম্বর আলী তালুকদারের মৃত্যুবার্ষিকী। ১৯২০ সালে হবিগঞ্জ জেলার সদর থানার ভাদৈ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালে হবিগঞ্জ জে কে অ্যান্ড এইচ কে উচ্চবিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন এবং ১৯৪৩ সালে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে আইএ পাশ করেন। আইএ পাশ করার পরই পড়াশোনায় ইতি টানেন এবং রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলে সেই দলের একজন কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সমাজসেবক হয়ে ওঠেন। 

পাকিস্তান আমলে আইয়ুব শাসনের বিরুদ্ধে সকল আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। ১৯৭০ সালের নির্বাচনে হবিগঞ্জ সদর-লাখাই-মাধবপুর আসনে অ্যাডভোকেট মোস্তফা আলীর সমর্থনে এবং আওয়ামী লীগের বিজয়ের জন্য প্রচুর কাজ করেন। নিম্বর আলী তালুকদার রাজনীতিতে সাবেক সাংসদ অ্যাডভোকেট মোস্তফা আলী একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের তাঁর ছিল অসামান্য অবদান। ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। যুদ্ধ করেছেন ৩ নম্বর সেক্টরের অধীনে। ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের  প্রার্থীদের বিজয়ের জন্য ব্যাপক কাজ করে প্রশংসিত হন। নিম্বর আলী তালুকদারের সঙ্গে বঙ্গবন্ধুর ব্যক্তিগত সম্পর্ক ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় নিম্বর আলী তালুকদারকে নাম ধরে ডাকতেন।

নিম্বর আলী তালুকদার সুঠাম দেহের অধিকারী ছিলেন। সবসময় মুজিব কোট পড়তেন। তিনি রুচিশীল পোশাক পরিধান করতেন। রুচিশীল পোশাকের জন্য জাতীয় নেতারা তাকে পছন্দ করতেন।

১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকারের আমলে প্রথম হবিগঞ্জ মহকুমা রেডক্রস সোসাইটির সাধারন সম্পাদক পদে তাকে নিয়োগ দেন। ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হলে নিম্বর আলী তালুকদার হবিগঞ্জ মহকুমার যুগ্ম-সাধারণ সম্পাদক হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর নিম্বর আলী তালুকদার আওয়ামী লীগকে সংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করেন। তিনি হবিগঞ্জ জেলা কৃষকলীগের প্রথম সভাপতি নির্বাচিত হন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহধন্য নিম্বর আলী তালুকদার ১৯৯৫ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি আওয়ামী লীগ কর্মীদের কাছে দুঃখ করে বলতেন, 'আমি বঙ্গবন্ধু হত্যার বিচার দেখে যেতে পারব না। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখে যেতে পারব না।'


এসডি/আরআর-০৯