নবীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২১
১১:১৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২১
১১:১৬ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ মাহিদুল ইসলাম মাহিদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহিদ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মো. নজির মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (২২ আগস্ট) রাত পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ একদল পুলিশ নিয়ে পৌর এলাকার শিবপাশা এলাকার নোয়াপাড়াগামী রাস্তার মুখ থেকে মাহিদকে ৮১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
নবীগঞ্জ থানার এসআই অমিতাভ জানান, সোমবার (২৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এএম/আরআর-০৩