ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলে নিহত

ধর্মপাশা প্রতিনিধি


আগস্ট ২৪, ২০২১
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৪, ২০২১
১২:০২ পূর্বাহ্ন



ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলে নিহত

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের জেলে সাজিদ নূর (৩০) ও একই গ্রামের ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৬)।

সোমবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার কাইলানী হাওরে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার দুগনই গ্রামের পেছনে কাইলানী হাওরে চাঁই পেতে মাছ ধরতে যান জেলে সাজিদ নূর ও তার আপন চাচাতো ভাই রাকিব মিয়া। বেলা ৩টার দিকে ভারী বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তারা নৌকা থেকে হাওরের পানিতে পড়ে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় জেলেরা ওই হাওরে জাল ফেলে বিকেল সাড়ে ৫টার দিকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

উপজেলার চামরদানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ বজ্রপাতে দুই জেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি  ইউএনও স্যারকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, নিহত দুই মৎস্যজীবীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক আর্থিক সহায়তা দেওয়া হবে।


এসএ/আরআর-০৬