দিরাই প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২১
০৯:৫৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২১
১০:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওর জনপদে গরু চুরির হিড়িক পড়েছে, প্রতিদিন কোন না কোন গ্রামে ঘটছে গরু চুরির ঘটনা। বাড়ছে জুয়া খেলার প্রবণতা। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
তবে চুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ গ্রাম ভিত্তিক পাহারা জোরদারের আহবান জানান ওসি আজিজুর রহমানসহ কমিটির সদস্যরা।
এদিকে দিরাই প্রেসক্লাবের সভাপতি, বাসস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক ও দৈনিকে সিলেটের ডাক প্রত্রিকার দিরাই প্রতিনিধি ভাটির চারণ সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের মৃত্যুতে উনার আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শোক প্রস্তাব গৃহীত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এবং কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ শোক প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া পেশাগত দায়িত্ব পালনে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আবু হানিফ চৌধুরীর উপর হামলার ঘটনায় নিন্দা প্রস্তাব করা হয়।
এরপর ওসি আজিজুর রহমানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যডভোকেট সোহেল আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল ইমরান, ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, এহচান চৌধুরী, মুজিবুর রহমান, আবদুল কুদ্দুস, রতন কুমার তালুকদার, নজরুল ইসলাম(ভারপ্রাপ্ত), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক প্রশান্ত সাগর দাস ও ইমরান হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। বর্ষা মৌসুমে হাওর জনপদে গরু চুরির হিড়িক পড়েছে । প্রতিদিন কোন না কোন গ্রামে গরু চুরির ঘটনা ঘটছে। ভ্রাম্যমাণ জুয়ার আসরও বসছে প্রতিনিয়ত। সাম্প্রতিককালে গরু চুরিসহ জুয়া ও চুরি বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহচান চৌধুরী। যোগাযোগ বিচ্ছিন্ন হাওর জনপদ এবং লোকবল সংকটের কথা উল্লেখ করে দিরাই থানার ওসি আজিজুর রহমান বলছেন, চুরি বন্ধে গ্রাম ভিত্তিক পাহারা জোরদার ও ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ সকলের সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।
এ এইচ/বি এন-০৯