বিপুল পরিমাণ নকল বিড়ি ও কারেন্ট জাল জব্দ

ধর্মপাশা প্রতিনিধি


আগস্ট ২৫, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন



বিপুল পরিমাণ নকল বিড়ি ও কারেন্ট জাল জব্দ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে ওই বাজার থেকে বিভিন্ন নামের ১৩ হাজার প্যাকেট নকল বিড়ি ও ১০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সা[ড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান এ আদালত পরিচালনা করেন।

জব্দ করা এসব বিড়ি স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদের জিম্মায় রাখা হয়েছে। আর নিষিদ্ধ কারেন্ট জালগুলো ওইদিনই উপজেলার মধ্যনগর থানা চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এসএ/আরআর-০৩