ধর্মপাশা প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২১
১২:৩৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে বজ্রপাতে নিহত দুই জেলের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান দুগনই গ্রামে গিয়ে বজ্রপাতে নিহত জেলে সাজিদ নূর (৩০) ও রাকিব মিয়ার (১৬) বাবার হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর ইউনিয়নের চেয়ারমান প্রবীর বিজয় তালুকদার, চামরদানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ, ইউপি সদস্য আবদুল মোতালিব প্রমুখ।
এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার দুগনই গ্রামের পেছনে কাইলানী হাওরে চাঁই পেতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ওই দুজন জেলে মারা যান।
এসএ/আরআর-০৫