ধর্মপাশায় শিশুদের জন্মদিন উদযাপন ও উপহারসামগ্রী বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২১
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
১২:০২ পূর্বাহ্ন



ধর্মপাশায় শিশুদের জন্মদিন উদযাপন ও উপহারসামগ্রী বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে কেক কেটে উপজেলার সদর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের ১৯ জন শিশুর প্রতীকী জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধর্মপাশা আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংস্থার এলাকা কর্মসূচি ব্যবস্থাপক সাগর জন কস্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের পাশা হিমু প্রমুখ।

অনুষ্ঠানে প্রত্যেক শিশুকে একটি করে ছাতা, ৩টি সাবান, ৫টি মাস্ক ও ১টি স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।


এসএ/আরআর-০৩