শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২১
০৩:১০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২১
০৩:১০ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুছ তালুকদার সেবন মারা গেছেন। বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আব্দুল কদ্দুছ তালুকদার সেবন নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের বড়বাড়ির মৃত নুর হোসেন তালুকদারের ছেলে। মৃত্যুকালে তিনি কেবল তার স্ত্রীকে রেখে গেছেন। তার একমাত্র ছেলে অনেকদিন আগে মৃত্যুবরণ করেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার বেলা সাড়ে ৩টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসমাজ ও সাধারণ মানুষের ঢল নামে।
আব্দুল কদ্দুছ তালুকদার রাজনৈতিক জীবনে নুরপুর ইউনিয়নের যুবলীগ ও আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে বহু বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক পদ-পদবী ছাড়াও তিনি একাধিক ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। এলাকার নানা সামাজিক বিচারেও তিনি মুখ্য ভূমিকা পালন করতেন।
আব্দুল কদ্দুছ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। এক বিবৃতিতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, আব্দুল কুদ্দুছ তালুকদার সেবন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। তার অকাল মৃত্যুতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ একজন প্রবীণ নেতাকে হারিয়েছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এসডি/আরআর-১০