ধর্মপাশায় 'দুর্গম হাওরে বঙ্গবন্ধু' অনুষ্ঠান ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২১
০৭:১৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
০৭:১৩ অপরাহ্ন



ধর্মপাশায় 'দুর্গম হাওরে বঙ্গবন্ধু' অনুষ্ঠান ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

সুনামগঞ্জের ধর্মপাশায় 'দুর্গম হাওরে বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাজাপুর গ্রামে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু'র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, উপ-পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ, কার্যকরী সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস।

সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের আগে সপ্তাহব্যাপী ময়মনসিংহ ও সিলেট এলাকা সফরে বের হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই সফরে সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলার দুর্গম হাওর এলাকা সুখাইড় রাজাপুর ইউনিয়নে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহারাজ মিয়ার এই বাড়িতে নোঙর করে বঙ্গবন্ধুকে বহনকারী লঞ্চ তিতাস। দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতায় মুজিববর্ষ পালিত হচ্ছে। শোকের মাস আগস্টে হাওরের এই প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধুর সেই সফরকে স্মরণীয় করতে আজ 'দুর্গম হাওরে বঙ্গবন্ধু' শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু জাফর, মির্জা মোর্শেদ মিলন, জামিল আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খাঁন, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিব মালদার, এম. রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন প্রমুখ।


এএম/আরআর-০৫