নবীগঞ্জে গ্রামীন ব্যাংকের কর্মকর্তার লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৭, ২০২১
১১:০৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২১
১১:০৭ পূর্বাহ্ন



নবীগঞ্জে গ্রামীন ব্যাংকের কর্মকর্তার লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈরে গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক শেখর কান্তি পাল (৪৫) গলায় ফাঁস দিয়ে 'আত্মহত্যা' করেছেন বলে খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে নবীগঞ্জ থানার পুলিশ হলিমপুর গ্রামস্থ ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

শেখর কান্তি পাল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বড়মচাল গ্রামের বাসিন্দা। তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

জানা যায়, শেখর কান্তি পাল দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে অবস্থিত গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। একই ইউনিয়নের হলিমপুর গ্রামে নারায়ন দাশের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রামীন ব্যাংকের কাজ শেষে অফিস থেকে ভাড়া বাসায় ফেরেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা খোলা দেখে বাসার মালিকের স্ত্রীর সন্দেহ হলে তিনি গিয়ে শেখর কান্তি পালকে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই অঞ্জন দেব ও এএসআই শিরীন আক্তারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।


এএম/আরআর-০৩