হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২১
০৯:১৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২১
১০:৫৩ পূর্বাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলার পুকড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম ইউনুছ মিয়া। সে ওই এলাকার মাজেদ আলীর পুত্র।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ আগস্ট) সকালে পুকড়া গ্রামে একটি সমবায় সমিতির বৈঠক চলছিল। ওই বৈঠকে মাজেদ আলী ও মন্নর মিয়ার পক্ষ নিয়ে দু’দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশকয়েকজন আহত হয়। তাদের মধ্যে ইউনুছ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যে কারনে নাম ঠিকানা জানা যায়নি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ।
এস আর/বি এন-০৮