ধর্মপাশায় প্রতিপক্ষের দায়ের কোপে শিশু নিহত

ধর্মপাশা প্রতিনিধি


আগস্ট ২৮, ২০২১
০৬:৫৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২১
০৬:৫৯ অপরাহ্ন



ধর্মপাশায় প্রতিপক্ষের দায়ের কোপে শিশু নিহত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে দুর্জয় মিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত দুর্জয় ওই গ্রামের কৃষক ছালেক মিয়ার ছেলে।

বাড়ির সীমানা নির্ধারণসহ পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধের জের ধরে শনিবার (২৮ আগস্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামের জয়নাল মিয়ার (৩৫) সঙ্গে প্রতিবেশী ছালেক মিয়ার (৩০) দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণসহ পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বেলা দেড়টার দিকে ছালেক মিয়া তার আড়াই বছর বয়সী ছেলে দুর্জয়কে নিয়ে জয়নাল মিয়ার বাড়ির উঠান হয়ে আরেক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় জয়নাল মিয়া নিজ বাড়ির উঠানে ধারালো দা দিয়ে বাঁশ কাটছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই জয়নাল তার হাতে থাকা ধারালো দা দিয়ে ছালেকের মাথায় আঘাত করতে উদ্যত হন। এ সময় ছালেক তার মাথা সরিয়ে নিলে ওই দায়ের কোপ আড়াই বছরের শিশু দুর্জয়ের মাথার মাঝখানে লাগে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে বিকেল পৌনে ৩টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার জাহিদ সরকার তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচি জ্যোস্না বেগম বলেন, আমার দেবর ছালেক মিয়ার সঙ্গে জয়নাল মিয়ার বাড়ির সীমানা নির্ধারণসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আর ওই বিরোধের জের ধরেই জয়নাল মিয়ার ধারালো দায়ের কোপের আঘাতে আড়াই বছর বয়সী শিশুটির মৃত্যু হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুঠোফোনে বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাটি নিয়ে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসএ/আরআর-০৪