জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২১
১১:২৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৯, ২০২১
১১:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু থামছে না। প্রতিদিন সংক্রমিত হচ্ছেন মানুষ। ঘটছে প্রাণহানিও। এবার দ্বিতীয় ধাপে করোনা ও উপসর্গে অর্ধশতাধিক ব্যক্তি মারা গেছেন। সেই সঙ্গে বেড়েছে সংক্রমণ।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের মার্চ মাস দেশে মহামারি করোনার সংক্রমণ দেখা দেয়। সারা দেশের মতো জগন্নাথপুরেও ওই বছরের এপ্রিল মাসে প্রথম সংক্রমণের খোঁজ পাওয়া যায়। করোনার প্রথম ধাপে এ উপজেলায় আক্রান্ত হন ১৯২ জন, মারা যান ১ জন।
দ্বিতীয় ধাপে গতকাল শনিবার (২৮ আগস্ট) পর্যন্ত ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১৭ জন। এছাড়া করোনার উপসর্গে ৩০ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, জগন্নাথপুরে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫১১ জন। মৃত্যুবরণ করেছেন ১৭ জন। ৩১ জন আছেন হোম আইসোলেশনে এবং ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, জগন্নাথপুরে দ্বিতীয় ধাপে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। সংক্রমণ প্রতিরোধে আমরা কাজ করছি।
এএ/আরআর-০৩