ধর্মপাশায় শিশু দুর্জয় হত্যা, একমাত্র আসামি গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি


আগস্ট ২৯, ২০২১
১০:২২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২১
১০:২২ অপরাহ্ন



ধর্মপাশায় শিশু দুর্জয় হত্যা, একমাত্র আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরাদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে আড়াই বছর বয়সী শিশু দুর্জয় মিয়া হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।  

আজ রবিবার (২৯আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নিহত শিশুটির বাবা কৃষক ছালেক মিয়া বাদী হয়ে জয়নাল মিয়া (৪০)কে একমাত্র আসামি করে উপজেলার মধ্যনগর থানায় মামলাটি করেন। মামলার পর পরই ওই মামলার একমাত্র আসামিকে আজ বেলা দেড়টার দিকে  গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। 

বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধের জেরে শনিবার (২৮ আগস্ট) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। 

এলাকাবাসী ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার চামরদানী ইউনিয়নের  আবিদনগর নোয়াগাঁও গ্রামের কৃষক জয়নাল মিয়ার (৪০) সঙ্গে একই গ্রামের কৃষক ছালেক মিয়ার (৩৫) বাড়ির সীমানা নির্ধারণসহ পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে ছালেক মিয়া তাঁর আড়াই বছর বয়সী শিশু দুর্জয়কে নিয়ে জয়নাল মিয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জয়নাল মিয়া নিজ বাড়ির উঠানে ধারালো দা দিয়ে বাঁশ কাটছিল। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে জয়নাল তার হাতে থাকা ধারালো দা দিয়ে ছালেক মিয়ার মথায় কোপ মারেন। ছালেক মিয়া মাথা সরিয়ে নিলে এই কোপ তাঁর কোলে থাকা আড়াই বছরের শিশু দুর্জয়ের মাথায় লাগে। এতে শিশুটির রক্তক্ষরণ হলে তাঁকে ওইদিন বেলা পৌনে তিনটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আজ রবিবার দুপুরে হত্যা মামলা হওয়ার পর বেলা দেড়টার দিকে ওই আসামির পাশের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ দিন বিকেল তিনটার দিকে ওই আসামিকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিচারক ওই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, উপজেলার আবিদনগর নোয়াগাঁও গ্রামে আড়াইবছর বয়সী শিশু দুর্জয় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি জয়নাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/বিএ-০৮