জগন্নাথপুরে জন্মাষ্টমী পালিত

জগন্নাথপুর প্রতিনিধি


আগস্ট ৩০, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ৩০, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন



জগন্নাথপুরে জন্মাষ্টমী পালিত

হিন্দু ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ ‘ভগবান’ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যাগে সোমবার (৩০ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় এ উপলক্ষে এক আলোচনা সভা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি হীরা মোহন দেবের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, হিন্দু কমিউনিটি নেতা পরমানন্দ দাস কালাসাধু, আশীষ কুমার দেব, আশুতোষ দাস, নিবারন গোপ ও জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র।

অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শশী কান্ত গোপ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাস দে, কোষাধ্যক্ষ দেবাশীষ তালুকদার প্রমুখ।

সভা শেষে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন ও গীতার শ্লোক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


এএ/আরআর-০২