সুনামগঞ্জে হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি


আগস্ট ৩১, ২০২১
০২:৫১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২১
০২:৫৮ অপরাহ্ন



সুনামগঞ্জে হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে  প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। 

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে জেলার লক্ষণশ্রী তেঘরিয়া ঈদগাহ ময়দানে এই ৫০০ জন হতদরিদ্র পরিবারের  মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী  বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সুনামগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, করোনা মহামারিতে কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে সে দিকে বিশেষ নজর আছে সরকারের। কোনো হতদরিদ্র পরিবার যাতে অনাহারে না থাকে সে জন্য সরকার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইফনিটির সভাপতি বিন্দু তালুকদার ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর।

এস আর/বি এন-০১