ধর্মপাশায় ডিসিমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


আগস্ট ৩১, ২০২১
০৭:২৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২১
০৭:২৮ অপরাহ্ন



ধর্মপাশায় ডিসিমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলতায়নে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ডিসিমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

এলজিইডির হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের (হিলিপ) ধর্মপাশা উপজেলা কার্যালয় এ ওয়ার্কশপের আয়োজন করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, প্রকল্পের সুবিধাভোগীসহ ৩৫ জন অংশ নেন।

ওয়ার্কশপে হিলিপ প্রকল্পের বিভিন্ন উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমের সফলতা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হিলিপ প্রকল্পের প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র সরকার। জেলা প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান খানের সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন এলজিইডির উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, হিলিপ প্রকল্পের প্রশিক্ষিত সুবিধাভোগী সোহাগ মিয়া প্রমুখ।


এসএ/আরআর-০৩