জগন্নাথপুরে ২৬ বছর পর গ্রেপ্তার পলাতক আসামি

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০২, ২০২১
১১:০৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১১:০৪ অপরাহ্ন



জগন্নাথপুরে ২৬ বছর পর গ্রেপ্তার পলাতক আসামি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘটনার ২৬ বছর পর একটি মারামারির মামলার পলাতক আসামি মহর উল্লাকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মহর উল্লা উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত কাছিম আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) রাতে জগন্নাথপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরের চৌকিদেখী এলাকা থেকে মহর উল্লাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৯৯৫ সালে জগন্নাথপুর থানায় একটি সংঘর্ষের মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ২৬ বছর পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলো।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এএ/আরআর-০৩