বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা শায়েস্তাগঞ্জের ত্বোহা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৩, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা শায়েস্তাগঞ্জের ত্বোহা

বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার তাজওয়ার হাসনাত ত্বোহা। সে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী। 

গত ২৬ আগস্ট অনলাইনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হওয়া তাজওয়ার হাসনাত ত্বোহা বলে, জাতীয় পর্যায়ে প্রথম হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি আমার পরিবার, শিক্ষকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে ভবিষ্যতেও যাতে আমি সফল হতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।

এ বিষয়ে তোহার বাবা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ বলেন, আমার ছেলে এই প্রতিযোগিতায় প্রথম হওয়ায় আমি গর্বিত। সে যেন ভবিষ্যতে দেশের সেবা করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চাই।

উল্লেখ্য, গত ১৫ আগস্টে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় ত্বোহা ১ম স্থান অধিকার করেছিল। তার এ সাফল্যে শায়েস্তাগঞ্জবাসী আনন্দিত ও গর্বিত।


এসডি/আরআর-০৯