নবীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০২, ২০২১
০২:০৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
০২:০৮ অপরাহ্ন
নিখোঁজ মিশুকচালক আবিদুর ইসলাম
হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক স্থান থেকে এক দিনের ব্যবধানে একজন চালকসহ দুটি মিশুক নিয়ে উধাও হয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে মিশুকচালকদের মধ্যে।
গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ থেকে আউশকান্দি পর্যন্ত ভাড়ায় নেওয়া এক চালককে ফেলে ১টি মিশুক নিয়ে গেছে যাত্রী সাজা দুর্বৃত্তরা। এর আগে গত মঙ্গলবার রাতে মিশুকের চালকসহ অপর একটি মিশুক লাপাত্তা হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের মিশুকচালক কুদরত আলী (৪০) গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ শহর থেকে ৩ জন যাত্রী নিয়ে উপজেলার আউশকান্দিতে ভাড়ায় যান। সেখানে যাওয়ার পর যাত্রীদের গাড়িতে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান তিনি। এসে দেখেন যাত্রীসহ গাড়ি উধাও। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান পাননি তিনি। এ খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। সেই ফুটেজে মিশুক নিয়ে ওই 'যাত্রীরা' চলে যাওয়ার দৃশ্য দেখা গেলেও তাদেরকে শনাক্ত করতে পারেননি কেউ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে ২ জন যাত্রী নিয়ে উপজেলার গুজাখাইর গ্রামে যান পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মিশুকচালক আবিদুর ইসলাম (১৮)। ফায়ার সার্ভিস স্টেন এলাকায় যাওয়ার পর ওই যাত্রীরা তাদের কাগাপাশা নিয়ে যাওয়ার জন্য বায়না ধরেন। কিন্তু চালক যেতে অনীহা প্রকাশ করলে তারা পুনরায় নবীগঞ্জ শহরে এসে নতুন বাজার মোড়ে মাছ ক্রয় করেন। একপর্যায়ে হবিগঞ্জ সড়কের গুয়াড়মুলিয়া সেতুতে নিয়ে যাওয়ার জন্য বলেন তারা। সেখানে যাওয়ার পর থেকে গাড়ি ও এর চালক লাপাত্তা। নিখোঁজ মিশুকচালক আবিদুর পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ চালক ও গাড়ির সন্ধানে অভিযান শুরু করেছে। এক দিনের ব্যবধানে শহর থেকে দুটি মিশুক ও এক চালক নিখোঁজের ঘটনায় মিশুকচালকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এএম/আরআর-১১