নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০২, ২০২১
০৪:৪৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
০৪:৪৭ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
আজ শুক্রবার ভোরে সিলেট জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। এদিন সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন।
আগামীকাল শনিবার সিলেট-৩ আসনের তিন উপজেলা ব্যতিত বাকি ১০টি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন। পরদিন রবিবার বাদ জোহর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।
পরবর্তীতে সিলেট জেলা ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সভার আয়োজন করা হবে। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন কালো ব্যাজ ধারণ করবে সিলেট জেলা আওয়ামী লীগ।
আরসি-০১