জামালগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৩, ২০২১
০৮:০৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২১
০৮:০৬ অপরাহ্ন



জামালগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি পুর্ণেন্দু ঘোষ চৌধুরী। সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থের সঞ্চালনায় বক্তব্য দেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, বীর মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র দাস, সুধাংশু রঞ্জন দে, যুগ্ম সাধারণ সম্পাদক মনিলাল সরকার ও কাজল পাল, সাংগঠনিক সম্পাদক সজীব বনিক, ফেনারবাঁক ইউনিয়নের আহবায়ক কর্মচরণ তালুকদার, জামালগঞ্জ সদর ইউনিয়নের আহবায়ক সুনীল চন্দ্র দাস, ভীমখালী ইউনিয়নের আহবায়ক নিহার রঞ্জন রায়। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অমরেন্দ্র ভট্টাচার্য্য, জয়কিশোর দাস, কৃপেশ দত্ত, গোপী রঞ্জন ঘোষ, মমতা কর প্রমুখ।

সাধারণ সভায় প্রথমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর সিআর দত্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। 

এছাড়া উপজেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মনোরঞ্জন পুরকায়স্থের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। 

এরপর প্রতিটি ইউনিয়নের আহবায়ক কমিটিকে চলতি মাসের মধ্যে কার্যকরী কমিটি গঠনের লক্ষে সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটি সংকলন প্রকাশ করার ব্যাপারে আলোচনা হয়।

বি আর/বি এন-০৪