কুড়িয়ে পাওয়া সাপের কামড়ে যুবকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৩, ২০২১
১১:০৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২১
১১:০৪ পূর্বাহ্ন



কুড়িয়ে পাওয়া সাপের কামড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে কুড়িয়ে পাওয়া সাপের কামড়ে মৃত্যু হয়েছে ৩ সন্তানের জনক এক যুবকের। উপজেলার সুরমা চা-বাগানের রেঙ্গুটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার বাবু লাল সাঁওতালের ছেলে স্বপন সাঁওতাল (৩৫) তার ঘরের ভেতরে একটি সাপের বাচ্চা দেখতে পান। সাপের বাচ্চাটিকে ধরে সেটি নিয়ে প্রতিবেশীদের খেলা দেখাচ্ছিলেন স্বপন। রাত সাড়ে ১১টার দিকে খেলা দেখানোর সময় সাপের বাচ্চাটি স্বপনের হাতে কামড় দেয়। কিন্তু সাপের কামড়কে গুরুত্ব দেননি স্বপন।

স্বপনের স্ত্রী অনিতা সাঁওতাল জানান, রাত ১২টার দিকে স্বপন সাপ নিয়ে বাড়িতে এলে তিনি বিষয়টি জানানোর জন্য তার ভাসুরকে ডাকতে চান। এ সময় স্বপন সাপটি নিয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং সেটিকে মেরে জঙ্গলে ফেলে আসেন। কিছুক্ষণ পর স্বপনের শরীরে যন্ত্রণা শুরু হয়। স্বপনের মেয়ে হীরা মনি তার বাবার ডান হাতে সাপের কামড় দেখতে পেয়ে রশি দিয়ে জায়গাটি বেঁধে দেয়। এরপর আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে স্বপন সাঁওতাল মারা যান।

স্বপনের মৃত্যুর পর মৃত সাপটি খুঁজে এনে তার লাশের পাশে রেখে দেন স্থানীয়রা। খবর পেয়ে সুরমা চা-বাগানের চিকিৎসক শওকত আলী স্বপনের বাড়িতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

জানা গেছে, স্বপনের মৃতদেহ বাড়িতে রেখে ওঝার খোঁজে বের হয়েছেন তার স্বজনরা।


ওএম/আরআর-০৫